যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামের শাহাবুর হত্যা মামলা আদালতে দায়ের হয়েছে। ঘটনার তিন মাস পর নিহতের ভাই হাবিবুর রহমান বৃহস্পতিবার আদালতে এ মামলা করেন। মামলায় শাহাবুরের কথিত প্রেমিকাসহ তিনজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলো, উপজেলার বারোপোতা গ্রামের রাজ্জাকের ছেলে ইসমাইল হোসেন, কালিয়ানী গ্রামের মৃত কিতাব উদ্দিনের ছেলে মনিরুল ও তার মেয়ে নিহতের কথিত প্রেমিকা পুস্প। বিষয়টি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মলিক শার্শা থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উলেখ করেন, শাহাবুর উপজেলার আমলাই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার সাথে আসামি পুস্পের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পুস্পের ভাইসহ অন্য আসামিরা মেনে নিতে পারেনি। পুস্প শাহাবুরকে প্রায় তার বাড়িতে নিয়ে যেতে বলতো। কিন্তু শাহাবুর তা শুনতেন না। এতে ক্ষিপ্ত হয়ে পুস্প আসামিদের কাছে অভিযোগ করেন শাহাবুর তাকে উত্যক্ত করছে। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে খুনের পরিকল্পনা করে। গত ১২ মে রাত সাড়ে আটটার দিকে শার্শার সাতমাইল থেকে শাহাবুর বাড়িতে ফিরছিলেন। পথে গোগা সড়কের ছাবড়ার মাঠের কাছে আসামিরা তাকে ধরে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শাহাবুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতমাইল জহুরা ক্লিনিকে নিয়ে যায়। এখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে ১৩ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এ বিষয়ে শার্শা থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেন। এরপর বাদী বৃহস্পতিবার আদালতে এ মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/কেএম