যশোরে একটি চোরাই ট্রাক ও গাড়ি কাটার যন্ত্রাংশসহ আন্ত:জেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার রাত তিনটার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় গ্রামীণ ফোনের টাওয়ারে চুরি করার সময় যশোর র্যাব-৬ এর সদস্যরা তাদের হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার রাজাপুর কচুয়া গ্রামের আব্দুর রহিম মোলার ছেলে হৃদয় মোলা (৩২), তিনি বর্তমানে খুলনার শিরোমনি এলাকার গিলাতলা পালপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গোপালগঞ্জ সদর উপজেলার ৮ নম্বর লতিফপুর ইউনিয়নের মানিকদহ ৩ নম্বর ওয়ার্ডের হানিফ শেখের ছেলে সোহান শেখ (২৮) ও একই এলাকার মুজিবর মীরের ছেলে জাহিদুল ইসলাম (২৭)। র্যাব সদস্যরা এ সময় চোরচক্রের সদস্যদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত (ঢাকা-মেট্রো-ন-২৩-২২৯) নম্বরের একটি ট্রাক এবং গ্র্যান্ডিং মেশিন, কাটিং ব্লেড, হেকসো ব্লেড, হেকসো ফ্রেম ও গ্র্যান্ডিং মেশিন চালানোর জন্য টু-পিন সকেটসহ ২০ ফুট ইলেকট্রিক তার উদ্ধার ও ওই তিনজনকে আটক করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এম. নাজিউর রহমান বলেন, ট্রাকসহ আটককৃতরা আন্ত:জেলা চোরদলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে চুরির কর্মকান্ড চালিয়ে যেতো। বিশেষ করে তারা বিভিন্ন ফোন কোম্পানির টাওয়ারের যন্ত্রাংশ চুরি করতো। এরপর ওই ট্রাকে করে এক জেলা থেকে আরেক জেলায় মালামাল নিয়ে নির্জন স্থানে সংরক্ষণ করতো। সেখান থেকে তারা মালামাল বিক্রি করতো। তাদের সাথে আর কেউ আছে কিনা, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই