যশোরের মণিরামপুরে যুদ্ধাপরাধসহ ৫ মামলার আসামি সিদ্দিকুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। সিদ্দিকুর রহমান মণিরামপুর উপজেলার হরেরগাতী গ্রামের মৃত বাহাদুর গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান।
সিদ্দিকুর যুদ্ধাপরাধ, আইসিটি, অস্ত্র ও বিস্ফোরকসহ ৫ মামলায় ২০১৬ সালের ১১ ডিসেম্বর থেকে কারাগারে আটক ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান ২০২১ সালের ১০ মার্চ আইসিটি মামলা এবং ২০২২ সালের ২৩ মে অপর ৪ মামলায় জামিন পান। সর্বশেষ বৃহস্পতিবার তাকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সিদ্দিকুর রহমান মনিরামপুর থানার ভোজগাতী, দিকদানা, নোয়ালী, দুর্বাডাঙ্গা, সরষকাটি গ্রাম এবং চিনাটোলা বাজারের পূর্বপাশে হরিহর নদের ওপর স্থাপিত ব্রিজে অপরাধ সংঘটিত করে। মুক্তিযুদ্ধ চলাকালে তার বিরুদ্ধে ১১ জনকে হত্যা ও ৪ জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি মণিরামপুর থানা শান্তি কমিটির সদস্য ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে এসব তথ্য উঠে এসেছে।