যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় তারেক হোসেন (১৬) নামে এক বাকপ্রতিবন্ধী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
তারেক হোসেন স্থানীয় একটি প্রতিবন্ধী স্কুলের ছাত্র এবং বাগাডাঙ্গী গ্রামের রব্বানী গাজীর ছেলে। নিহত স্কুলছাত্রের চাচা কদম আলী এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে প্রবাসী ভাইয়ের মোটরসাইকেল চালিয়ে ঘুরতে বের হয় তারেক হোসেন। এরপর ঝাঁপা বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ইজিভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এরপর তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।