যশোর সদর উপজেলার হালসা গ্রাম থেকে মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে।
যশোরের ঝিকরগাছা উপজেলার ঘোড়দাহ গ্রামের মটুক বিশ্বাসের স্ত্রী রুবিয়া বেগম থানায় দায়েরকৃত মামলায় বলেছেন, গত ১ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় রুবিয়া বেগমের স্বামী মটুক বিশ্বাস ছোট ভাইয়ের স্ত্রী সালেহা মমতাজকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে হালসা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জামতলার মোড়ে পৌছালে সন্ত্রাসীরা মটুক বিশ্বাসের মোটরসাইকেলের গতিরোধ করে। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে পাশের মেহেগনি বাগানে নিয়ে বেধড়ক মারপিট করে। এসময় তার পকেটে থাকা নগদ ৫ হাজার ৭শ’ টাকা, মোবাইল ফোন, বাজাজ মোটরসাইকেল যাহার নং (যশোর হ-১৪-১৫৫২) ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে মটুক বিশ্বাসকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার আসামিরা হলো, হালসা গ্রামের রবিউল ইসলামের ছেলে কামরুল, ঝিকরগাছা উপজেলার ঘোড়দাহ কামারডাঙ্গা গ্রামের মুরাদ আলীর ছেলে মোরছালিন ও হালসা গ্রামের ইকবালের ছেলে রুম্মানসহ অজ্ঞাত ৪/৫জন।
খুলনা গেজেট/কেএম