খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নুসরাতকে কারাগারে পাঠানো বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে : এনসিপি
  চলতি মাসেই গার্মেন্টস কর্মীদের বোনাস, জুনের শুরুতে দিতে হবে বেতন : স্বরাষ্ট্র উপদেষ্টা
  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উৎখাত ও পদত্যাগ চাইলো ১৩ গণসংগঠন

যশোরে মেম্বার বাবলু হত্যার প্রধান আসামিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শা উপজেলার বালুন্ডা বাজারে ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু হত্যা মামলার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আসানুরকে আটক করেছে র‌্যাব। রোববার ভোরে তাদেরকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা এলাকা থেকে আটক করা হয়।

আটক হাকিম শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের নুর আলী মন্ডলের ছেলে ও আসানুর একই গ্রামের আঃ রশিদের ছেলে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যা মামলার প্রধান আসামি হাকিম ও তার সহযোগী আসানুর সাতক্ষীরার কালিগঞ্জ এলাকায় অবস্থান করছে। এরই ভিত্তিতে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানা যায়। এ মামলায় তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১০টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশানুজ্জামান বাবলুকে বালুন্ডা বাজারে মুখোশধারী দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এসময় বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!