যশোরে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত দায়রা জজ ফাহমিদা জাহাঙ্গীর এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি সবুজ ওরফে গুড্ড অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামের সেকমত মোল্লা ওরফে হেকমত মোল্লার ছেলে। তিনি বেনাপোল নারায়ণ পুর গ্রামের বিশ্বাস বাড়ীর মোড়ে সেলিমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৮ ফেব্রæয়ারি রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ জানতে পারে ছোট আঁচড়া গ্রামে একজন মাদক নিয়ে অবস্থান করছেন। পুলিশ রাত নয়টার দিকে তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় সবুজ। রাত নয়টা ৫৫ মিনিটে তাকে আহাদ কমিশনারের বাড়ির পাশ থেকে আটক করা হয়। পরে তার পরনের থ্রি কোয়াটার প্যান্টের পেছনের দুই পকেট থেকে ৪শ’ গ্রাম ও সামনের হাটুর কাছে একটি পকেট থেকে আরও একশ’ গ্রাম মোট ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এমএ লতিফ বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই জাকির হোসেন আদালতে চার্জশিট জমা দেন। সোমবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। আসামি সবুজ আটকের পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক।
খুলনা গেজেট/ টি আই