যশোরে মাদক মামলায় এক ব্যক্তির দুই বছরের কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হান্নান যশোর শহরের শংকরপুর এলাকার মৃত আবু তালেবের ছেলে। রোববার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি শ্যামল কুমার মজুমদার।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২১ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সদর সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শহরের শংকরপুর মুরগি খামার এলাকায় মাদক নিয়ে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। তাৎক্ষনিক তারা ওই এলাকায় অভিযান চালায়। এসময় হান্নানকে তাদের সন্দেহ হয়। এসময় তাকে আটক করে দেহ তল্লাশি করে জামার পকেট থেকে ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন দুই গ্রাম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর সার্কেলের পরিদর্শক সিদ্দেশ্বর কুমার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ২০১১ সালের ১৮ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোহাম্মদ আলী শেখ হান্নানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। রোববার আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
খুলনা গেজেট/ টি আই