যশোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি খলিলুর রহমান শার্শা উপজেলার বুরুজবাগান গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বুধবার স্পেশাল জজ সামছুল হক এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর দুপুরে শার্শা থানা পুলিশ জানতে পারে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে এক ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছেন। পুলিশ তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান চালায়। এসময় বুরুজবাগান এলাকার ফাজিল মাদ্রাসা গেটের সামনে থেকে দুপুর ৩ টা ৩৫ মিনিটে খলিলুরকে আটক করা হয়। এসময় খলিলুরের হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে থেকে এক কেজি হেরোইন উদ্ধার হয়। যা ওই শপিং ব্যাগের মধ্যে দশটি পলেথিনে টুপলা আকারে ছিলো। ওই হেরোইনের মূল্য ২০ লাখ টাকা।
এ ঘটনায় শার্শা থানার এসআই পলাশ কুমার রায় বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই দিবাকর মালাকর আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ বুধবার আদালত আসামির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।
খুলনা গেজেট / আ হ আ