যশোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তিন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি র্যাব-৬ (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মোবারক কাঠি সাকিনস্থ সংকরপুর বাসস্টান্ড এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় নড়াইলের মোঃ মারুফ হোসেনের ছেলে সৈয়দ সোহান(৩০) এবং ফরিদপুরের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলাম(২৪) কে গ্রেপ্তার করে। এ সময় ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে ১৯ ফেব্রুয়ারি র্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে যশোর জেলার চৌগাছা থানাধীন হাকিমপুর বাজারস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটিএম বুথ এর সামনে থেকে যশোরের মোঃ শাহজাহান মোল্লার ছেলে বিপ্লব হোসেন (৩৫)কে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ টি আই