যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে এক আনসার সদস্য আহত হন। তাকে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল পরিদর্শনে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব হাসিনা বেগম। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪৩৩৩ জন। প্রিজাইডিং অফিসার আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে যশোরের মনিরামপুর উপজেলার কৃষ্ণবটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঈগল প্রতীকের দুই কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রের বাইরে এ ঘটনাটি ঘটে। আহত সাবেক মেম্বার সাধন ও মশিয়ার রহমান উপজেলার হেলানচি গ্রামের বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এদিন সকাল থেকেই তারা ঈগল প্রতীকের পক্ষে কেন্দ্রের সামনে কাজ করছিলেন। হঠাৎ করেই একদল দুরত্ব তাদের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
খুলনা গেজেট/এনএম