র্যাব-৬ এর অভিযানে ভিকটিমদের উদ্ধার করার পাশাপাশি মানব পাচার চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদ্বয়কে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৭ নভেম্বর, র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একটি মানব পাচার চক্র অবৈধভাবে দেশের দরিদ্র, বেকার ও হতাশাগ্রস্থ নারী পুরুষ ও শিশুদের পাচার করে আসছে। চক্রটি পাচারের জন্য কয়েকজন ভিকটিম নিয়ে যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকায় সুযোগের অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত ১০টার দিকে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কলাগাছী এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের মূলহোতা আসামি মোঃ সবুজ হোসেন(২৯) ও তার সহযোগী মোঃ জহিরুল ইসলাম(৪০), উভয় থানা-ঝিকরগাছা, জেলা-যশোরদ্বয়কে গ্রেপ্তার করে। তখন তাদের নিকট অবরুদ্ধ থাকা নারী, শিশু ও পুরুষসহ ০৭ জন ভিকটিমকে উদ্ধার করে।
পরবর্তীতে র্যাবের সহায়তায় ভিকটিম সোহাগ সমাদ্দার শাওন বাদী হয়ে যশোর জেলার ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/ টি আই