খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের পট পরিবর্তন অন্যদের জন্য শিক্ষণীয় : প্রধান উপদেষ্টা
  অনন্তকাল সংস্কার চলবে কিন্তু নির্বাচন হবে না, এমনটি হতে পারে না : রিজভী

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্যাতনের তথ্য সংগ্রহে তদন্ত টিম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কেউ নির্যাতনের শিকার হয়েছেন কি না সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এসব বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত টিম বর্তমানে যশোরে অবস্থান করছে।

বৃহস্পতিবার রাতে যশোর সার্কিট হাউসে এ বিষয়ে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত টিম কয়েকজন ছাত্র ও জনতার সাথে কথা বলেছেন। তদন্ত টিমের প্রধান হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম সুলতান মাহমুদ।

সূত্র জানায়, আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন ছাত্র তদন্ত কমিটির কাছে তৎকালীন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের বিরুদ্ধে অভিযোগ করেন।

তারা তদন্ত কমিটিকে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল চলাকালে যশোর শহরের ধর্মতলায় পুলিশের নির্দেশে শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করা হয়েছিল। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছিল। এর নেতৃত্বে ছিলেন তৎকালীন এডিশনাল এসপি বেলাল হোসাইন। সেসব নির্যাতনের কথা তারা তুলে ধরেন।

এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকাধীন চিত্রা মোড়ের হোটেল জাবির ইন্টারন্যাশনালে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রাজেডি তুলে ধরা হয় তদন্ত কমিটির কমকর্তাদের কাছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!