খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

যশোরে বিসিক-২ এর জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে প্রস্তাবিত বিসিক-২ এর জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর স ড়ে ১২টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সদর উপজেলার রামনগর, কাজিপুর, ভাটপাড়া ও তোলা গোলদারপাড়ার বাসিন্দাদের উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আফজাল হোসেন। তিনি বলেন, স¤প্রতি বিসিক কর্মকর্তা ও ভূমি অফিসের লোকজন বিসিক-২ স্থাপনের লক্ষ্যে রামনগর ইউনিয়নের বিল হরিণায় ১৬শ’ বিঘা জমির মাপজোক করে লাল ফ্লাগ টানিয়ে দিয়েছেন। অধিগ্রহণের জন্য যে জমির মাপজোক করা হয়েছে, তা তিন ফসলি আবাদি জমি। এ জমিতে বিসিক শিল্পনগরী স্থাপন করা হলে চার গ্রামের প্রায় এক হাজার মানুষ ভূমিহীন হয়ে যাবে। সেইসাথে কর্মহীন হয়ে পড়বে প্রায় তিনশ’ বর্গাচাষী। যাদের জীবন-জীবিকা ওই জমির উপর নির্ভরশীল। এছাড়া, বিল হরিণায় মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলে স¤প্রদায়ও কর্মহীন হয়ে যাবে।

তিনি আরো বলেন, বিল হরিণার চারপাশে জনবসতি রয়েছে। এখানে শিল্পনগরী গড়ে উঠলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি বায়ূ দূষণ ঘটবে। এছাড়া, যশোরে দেখা দেবে জলাবদ্ধতা। কারণ যশোর শহরের বড় অংশের পানি নিষ্কাষিত হয় হরিণার বিল দিয়ে। যা ওই শিল্পনগরীর জন্য বাধাগ্রস্ত হবে। সার্বিক বিবেচনায় রামনগর ইউনিয়ন বিসিক-২ স্থাপন জনকল্যাণে আসবে না। এজন্য যশোরের অনাবাদী অঞ্চলে এ শিল্প নগরী গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, আব্দুল জলিল মোড়ল, আবুল কালাম কালু, শফিয়ার রহমান, অ্যাড. আবুল কায়েসসহ ইউনিয়নের চার গ্রামের বাসিন্দাদের প্রতিনিধিরা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!