যশোরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করা হয়েছে। এসময় পুলিশের লাঠির আঘাতে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিকেলে শহরে ঝটিকা মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
যশোর বিএনপির নেতৃবৃন্দ দাবি করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনগনকে ধন্যবাদ দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি চালাচ্ছিল যশোর জেলা বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে দুপুর ১২টায় শহরের দড়াটানা মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এতে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচি যখন কাপুড়িয়াপট্টি হাটচান্নি এলাকায় যায়, তখনই পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে বিএনপি নেতারা জানান।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ ও নির্বাচন বাতিলের দাবিতে বিকেলে শহরের আরএনরোডে ঝটিকা মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা যুবদলের সভাপতি এম. তমাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানা।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি তার জানা নেই। পুলিশ হয়তো ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করেছে।
খুলনা গেজেট/এমএম