যশোর বড়বাজারে পৌরসভা কর্তৃক বর্ধিত খাজনা বাতিল করে পূর্ব নির্ধারিত খাজনা স্থায়ীভাবে চালুর দাবিতে চাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার ব্যবসায়ীরা জেলা প্রশাসক তজিমুল ইসলাম খানের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা বলেছেন, পৌর কর্তৃপক্ষ বড়বাজারে যে পরিমান খাজনা বাড়ানোর পায়তারা করছে, যা সম্পূর্ন অবৈধ। বর্তমান ইজারাদার দায়িত্ব পাওয়ার পর বাজারে অনৈতিক ও অবৈধ পন্থায় চালের মত বিভিন্ন পণ্যের ওপর বাড়তি খাজনা আরোপ করেছেন। এমতাবস্থায় তারা এ খাজনা বন্ধের জন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয় চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ বলেন, জেলা প্রশাসক বিষয়টি অবগত হয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন। পরে তারা একই বিষয়ে পৌরমেয়র হায়দার গণী খান পলাশের নিকট স্মারকলিপি প্রদান করেন। পৌর মেয়র আগামী দ্ইু থেকে তিন দিনের মধ্যে তাদের ডেকে বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন যশোর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সুশীল বিশ্বাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সহ-সভাপতি হুমায়ুন কবির বাবু, যুগ্ম সম্পাদক বদরুল আলম, নির্বাহী সদস্য আব্দুল মমিন, গোপাল ঘোষ, বিষ্ণুপদ সাহা প্রমুখ।
উল্লেখ্য, গত জুলাই মাসের প্রথম সপ্তাহে বড়বাজারে অতিরিক্ত খাজনা চাপিয়ে দেয় পৌর কর্তৃপক্ষ। এর প্রতিবাদে চাল ব্যবসায়ীরা ধর্মঘটে নামেন। পরবর্তীতে জেলা প্রশাসকের হস্তক্ষেপে অতিরিক্ত খাজনা আদায় স্থগিত করার পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন।
খুলনা গেজেট/কেএম