খুলনা, বাংলাদেশ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২০১৮’র রাতের ভোটের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
  শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে অভিযোগ গঠনে সময় আবেদন, পরবর্তী শুনানি ৭ জুলাই

যশোরে প্রাইভেটকারের ধাক্কায় মুদি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় চঞ্চল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) দুপুরে যশোর-ঝিনাইদহ সড়কের শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত চঞ্চলের বাড়ি কাঠালতলা এলাকায় । তার পিতার নাম আইজের রহমান।

চঞ্চলের খালাতো ভাই মহিন জানান, চঞ্চলের যশোর বড় বাজারের চালপট্টি এলাকায় মুদি দোকান রয়েছে। দুপুরে দোকান থেকে বাই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেটকার চঞ্চলের সাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে চঞ্চল। ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে আশপাশের লোকজন এসে প্রাইভেটকার ও চালককে ধরে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!