যশোরে পৌঁছে গেছে ৯৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। রবিবার ভোর সোয়া পাঁচটায় বেক্সিমকো কোম্পানির ফ্রিজার ভ্যানে এ টিকা পৌঁছে দেয়া হয়।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, এদিন ভোরে যশোরে প্রথম ধাপের ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছে গেছে। বেক্সিমকো কোম্পানির ফ্রিজার ভ্যানে টিকাগুলো যশোরে পৌঁছে দেয়া হয়। প্রাথমিকভাবে এসব ভ্যাকসিন যশোরের ইপিআই স্টোরে সংরক্ষন করা হয়েছে। তিনি বলেন, যশোরে ডাক্তারদের সমন্বয়ে ২৭ টি টিম ভ্যাকসিন প্রয়োগে কাজ করবে। এছাড়া আরো ৬টি টিম জরুরি ভিত্তিতে রিজার্ভ রাখা হয়েছে। এ ভ্যাকসিন প্রয়োগের জন্য তিনি সহ ৪ জন ইতিমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশের ন্যায় যশোরেও এ ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে তিনি জানান।
খুলনা গেজেট/ টি আই