যশোরে আরও ৩৭ হাজার ছয়শ’ ডোজ করোনা ভ্যাকসিন (টিকা) পৌঁছেছে। বৃহস্পতিবার ভোর ৬টায় ফ্রিজার ভ্যানযোগে চীনের তৈরি সিনোফার্মের ভ্যাকসিনগুলো সিভিল সার্জনের কার্যালয়ে এসে পৌঁছায়। এগুলো গ্রহণ করেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন।
পরে টিকাগুলো ইপিআই কোল্ডস্টোরে সংরক্ষণ করে রাখা হয়। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন সাইনুর সামাদ, মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ রনি প্রমুখ।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, টিকার সঙ্কটে গত ২৫ এপ্রিল থেকে দেশে প্রথম ডোজ দেয়া বন্ধ করে দেয়া হয়। মে মাসের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে যায় টিকার নিবন্ধনও। প্রায় দু’মাস বন্ধ থাকার পর জুলাই মাস থেকে দেশজুড়ে করোনারোধী গণটিকা দেয়া শুরু হয়।
প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত যশোর নার্সিং ইনস্টিটিউটে উৎসব মুখর পরিবেশে মানুষ টিকা গ্রহণ করছেন। তিনি বলেন, যশোরে টিকার কোন কমতি নেই। এই টিকা আসার পর মজুদ আরো বেড়ে গেল।
খুলনা গেজেট/ টি আই