যশোরে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত ও ৭ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে যশোর সদরের ডিহি গ্রামের সুমন হোসেনের ছেলে শিহাব হোসেন (১০) ও মনিরামপুর উপজেলার রাজগঞ্জের জালাল গাজীর মেয়ে শাকিলা খাতুন (৭)। আহতদের মধ্যে ৬ জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ও গুরুতর আহত এক শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়েছে।
মনিরামপুর উপজেলার ঝাঁপা বাওড়ে ছুটির দিনে মেয়েকে ঘুরতে নিয়ে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার সময় মোটরসাইকেলের সাথে পিকআপের সংঘর্ষের মেয়েকে হারিয়েছে পিতা। নিহত শিশুর নাম শাকিলা খাতুন। সে তৃতীয় শ্রেণি থেকে সদ্য চতুর্থ শ্রেণিতে উঠেছে। নিহত শিশুর পিতা জালাল গাজীও আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। জালাল গাজী খুলনার পাইকগাছা উপজেলার সোনাতনকাটি গ্রামের বাসিন্দা। তিনি মনিরামপুরের রাজগঞ্জে ইটভাটায় কাজ করেন, সেখানেই অস্থায়ী ভাবে থাকেন।
এদিকে দুপুর আড়াইটার সময় যশোর-ঝিনাহদহ মহাসড়কের শানতলা বাজারে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম শিহাব হোসেন। শিহাব হোসেন শানতলা বাজারের তালেব ফার্নিচারের কর্মচারি। এদিন দুপুরে বাড়িতে সাইকেলে খেতে যাওয়ার সময় সে দূর্ঘটনা কবলিত হয়।
খুলনা গেজেট / এমএম