যশোরে পুলিশে চাকরি দেয়ার কথা বলে সাড়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বুধবার জামির হোসেন নামে এক
ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যশোর সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের হামিদ মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন
এ মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে
আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি জামির হোসেন বাঘারপাড়া উপজেলার গলগলিয়া গ্রামের মৃত নিকমল
মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, আসামি জামির হোসেন সরকারি চাকরিজীবী। তিনি মামলার বাদী জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত। এরই সূত্র ধরে জামির হোসেন তাকে জানায় বিভিন্ন অফিসে লোক নিয়োগ নেয়া হবে। অনেক অফিসারের সাথে তার জানাশোনা আছে। চাকরির নিয়োগ পেতে সাত লাখ টাকা দিতে হবে বলে তিনি জানান। এক পর্যায়ে ২০২১ সালের ১৯ জানুয়ারি জাহাঙ্গীর হোসেন ছেলের চাকরির জন্য জামির হোসেনকে দুই লাখ টাকা প্রদান করেন। এসময় বলা হয়, আগামী ৪ মাসের মধ্যে
জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মাসুদকে সরকারি চাকরি পাইয়ে দিবেন জামির হোসেন। এরপর একই বছরের ২৫
ফেব্রুয়ারি ৩শ’ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে জামির হোসেন অঙ্গীকার করেন, ১৫ এপ্রিলের মধ্যে আব্দুল্লাহ আল মাসুদকে পুলিশে চাকরি পাইয়ে দেবেন। এ জন্য তাকে মোট আট লাখ টাকা দিতে হবে। জামির হোসেন দ্বিতীয় দফায় জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে আরও সাড়ে তিন লাখ টাকা নেন। কিন্তু নির্ধারিত সময়ে আব্দুল্লাহ আল মাসুদকে পুলিশে চাকরি
পাইয়ে দিতে ব্যর্থ হন জামির হোসেন। এ কারণে তাকে দেয়া সাড়ে ৫ লাখ টাকা ফেরত চান জাঙ্গাহীর হোসেন। কিন্তু এ নিয়ে
তালবাহনার এক পর্যায়ে জামির হোসেন টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এ কারণে কোনো উপায় না পেয়ে আদালতে এ
মামলা করেন জাহাঙ্গীর হোসেন।