খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০
  হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি
  ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

যশোরে পর্যটন ট্যুরস এন্ড ট্রাভেলসের ৫ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

পর্যটন ট্যুরস এন্ড ট্রাভেলসের নিয়োগ ও জামানতের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে যশোরের আজিজুর রহমান ডেভিটসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার চৌগাছা উপজেলার নগরবর্ণি গ্রামের হযরত আলীর ছেলে তামিম হাসান বাদী হয়ে এ মামলা করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক ইমরান আহমেদ অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, পর্যটন ট্যুরস এন্ড ট্রাভেলস মহাখালির ডাইরেক্টর অব এডমিন ইব্রাহিম হোসেন, এমডি জহির উদ্দিন বাবর, স্মার্ট মেডিকেল টুরিজম এন্ড কনসালটেন্সি প্রতিনিধি যশোর শহরের রেলরোডের সোনিয়া রহমান, যশোর সদরের পাঁচবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে টিটো ও ইছালী গ্রামের বজলে রহমানের ছেলে যশোর অফিস প্রধান আজিজুর রহমান ডেভিট।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ অক্টোবর যশোর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় পর্যটন ট্যুরস এন্ড ট্রাভেলসের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন ইঞ্জিনিয়ার তামিম হাসানসহ আরও অনেকে। শহরের দড়াটানাস্থ আলী মঞ্জিলের অফিসে লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে তামিম উর্ত্তীণ হন। ওই বছরের ১৪ নভেম্বর তিনি সিনিয়র এক্সজিকিউটিভ হিসেবে নিয়োগপত্র পান। আসামি টিটোর কথামত চাকরিতে যোগদানের জন্য জামানত হিসেবে ২ লাখ টাকার চেক জমা দেন তিনি। পরবর্তীতে আসামিরা তামিমসহ অন্য নিয়োগ পাওয়া প্রার্থীদের ঢাকায় নিয়ে দুই মাস প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে দুই মাসের বেতন চাইলে কর্তৃপক্ষ পরবর্তী দ্ইু মাসসহ চারমাসের বেতন একসাথে দিবেন বলে সকলকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এরপর ঢাকা অফিসে তাদের পোস্টিং দেয়ার কথা থাকলেও তারা আর কোন যোগাযোগ করেনি। পরবর্তীতে আসামিদের কাছে জামানতের ২ লাখ টাকা ও বেতনের ৩ লাখ ৪৮ হাজার টাকা না দিয়ে আসামিরা প্রতারণা করে আত্মসাত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!