যশোরে পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অপরাধে দুই যুবকের ৩ বছর করে সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলো, সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের মিলন হোসেনের ছেলে সিরাজুল ইসলাম ও ঝিনাইদহ কালীগঞ্জের পিরোজপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে কামরুজ্জামান। মঙ্গলবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর এক রায়ে এ কারাদণ্ড দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি কোতয়ালি থানার এসআই নুর ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ছোট হৈবতপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ওই দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাওয়া দুটি মোবাইল ফোনের স্ক্রিন থেকে ২০টি ও সকল বোর্ডের ২০১৮ সালের এইচএসসির ভুয়া প্রশ্ন ৮ কপি দেখতে পান। পরবর্তীতে প্রিন্ট করে গোটা প্রশ্নপত্র দেখতে পান। এ ব্যাপারে এসআই নুর ইসলাম বাদী হয়ে আটক দু’জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে এসআই মাইনুল আহসান কবির ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের ৩ বছর করে সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দু’জন বর্তমানে কারাগারে আটক আছে।