যশোরে এক নৃত্যশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের কাজীপাড়া কাঠালতলা থেকে মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পাঠানো হয়। নৃত্যশিল্পী রিনি (২২) কাঠালতলার সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
যশোর কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, মোবাইল ডিউটিরত অবস্থায় খবর পান পুরাতন কসবা কাঠালতলায় সিরাজুল ইসলামের বাড়ির ছয়তলায় একজন নৃত্যশিল্পীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এরই ভিত্তিতে দুপুর একটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখি রিনি নামে ওই নৃত্যশিল্পীর লাশ ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসআই বলেন, রিনি বাড়িতে একাই বসবাস করতেন। ঘরের ভেতর তেমন কোনো মালামাল নেই। তার মা ঢাকায় থাকেন।
বাড়ির মালিক সিরাজুল ইসলামের স্ত্রী রিনা বেগম বলেন, আমি গ্রামে ছিলাম। মোবাইলে চতুর্থ তলার ভাড়াটিয়া কল দিয়ে এ ঘটনা জানান। এরপরে তড়িঘড়ি করে আমি বাসায় আসি। তার আগেই পুলিশকে জানানো হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়েছে।
এ বিষয়ে কে তোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, কি কারণে কেনো এ ঘটনা ঘটলো পুলিশ বিষয়টি খুবই গভীরভাবে খতিয়ে দেখছে।
খুলনা গেজেট/ টি আই