যশোরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের তিন টন পোনা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এসময় জরিমানা করা হয়েছে দুই ব্যবসায়ীকে। সোমবার (১১ অক্টোবর) রাতে যশোর শহরতলীর চাচড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ২টি ট্রাকে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বাজারজাতকরণের উদ্দেশ্যে যশোর সদরের চাচড়া এলাকায় অবস্থান করছে। এ সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের তিন টন পোনা জব্দ করা হয়। এসময় পোনার মালিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাগিব গ্রামের রিপন হোসেন ও যশোরের চাচড়া ডালমিল এলাকার জয়নাল আবেদিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর নিষিদ্ধ মাগুর পোনা মাটিতে পুঁতে নষ্ট করা হয়।
খুলনা গেজেট/এসজেড