যশোর সদর উপজেলার হামিদপুর থেকে এক লাখ ৯০ হাজার আমেরিকান ডলারসহ চার যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। বাংলাদেশি টাকায় যার মূল্যমান এক কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টার দিকে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সলেমান মন্ডলের ছেলে মিঠু মন্ডল, ছোটআঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম, যশোর সদর উপজেলার ললিতাদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে হযরত ও নওদাগ্রামের তোরাব আলীর ছেলে রাকিবুল ইসলাম সাগর।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোল থেকে চার যুবক ডলার নিয়ে বাসযোগে যশোর-নড়াইল সড়কের হামিদপুর বাজারে নেমেছে। তারা সেখানে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছে। এরপর বিজিবির একটি টিম অভিযান চালালে তারা পালানো চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। এরপর তাদের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতি বান্ডিলে ১০ হাজার ইউএস ডলার করে মোট এক লাখ ৯০ হাজার ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্যমান এক কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা।
তিনি জানান, আটককৃতরা জানিয়েছে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত। ওই চোরাচালানের টাকা তারা বহন করছিল। আটককৃতদের মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম