যশোরে দেড় কোটি টাকার চেক ডিজঅনারের ঘটনায় সাবেক এমপি মনিরুল ইসলামের ভাই মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তিনি শার্শার আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সোশ্যাল ইসলামী ব্যাংক যশোর শাখার পক্ষে প্রিন্সিপাল অফিসার আব্দুল আহাদ বাদী হয়ে তার বিরুদ্ধে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি গ্রহন করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। প্রিন্স যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের মৃত আবুল ইসলামের ছেলে।
মামলায় বলা হয়েছে, আসামি মাজাহারুল ইসলাম প্রিন্স আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের স্বত্ত্বধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যবসা পরিচালনাকালে জুট মিলের কাঁচামাল ও মেশিনারিজ ক্রয় বাবদ ২০১৭ সালের ৭ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫০২ টাকা বিনিয়োগ গ্রহন করেছিলেন। এ টাকা মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধের কথা ছিল আসামির। ব্যাংকের লভ্যাংশসহ পাওনা টাকা পরিশোধের জন্য গত ৮ অক্টোবর আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের নামীয় চলিত হিসাব নম্বর থেকে ১ কোটি ৩৭ লাখ টাকার একটি চেক প্রদান করে। ওইদিন চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়।
এরপর গত ৭ নভেম্বর এ বিষয়ে পত্রিকায় লিগ্যাল নোটিশ প্রচারের মাধ্যমে আগামি ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখিত টাকা পরিশোধ করে চেকটি ফেরত নেয়ার অনুরোধ করা হয়। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিন অতিবাহিত হলেও আসামি প্রিন্স ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
খুলনা গেজেট/এএজে