যশোরে নগদ দুই লাখ টাকা ও আসবাবপত্রসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যাবার অভিযোগে স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রফিকুল ইসলাম রফিক। যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দাখিলের পর তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক সাইফুদ্দীন হোসাইন।
আসামিরা হলো, যশোর শহরের ঘোপ জেল রোডের মৃত মোশারফ হোসেনের মেয়ে এবং বাদীর স্ত্রী রিনি বেগম, শহরতলীর কিসমত নওয়াপাড়ার মৃত রজোর স্ত্রী ও আসামি রিনি বেগমের বোন মিনু বেগম, রিনির ভাই লিন্টু, বাসারের স্ত্রী রানী বেগম, শহরের ঘোপ ডিআইজি রোডের মৃত ইকবাল হোসেনের স্ত্রী মৌসুমী বেগম, বারান্দীপাড়া বটতলার মৃত নাজির মিয়ার ছেলে মনি এবং শহরতলীর খোলাডাঙ্গা গ্রামের আলমের স্ত্রী লাভলী বেগম।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামি রিনি বেগম বাদীর স্ত্রী। অন্য আসামিরা রিনি বেগমের ভাই-বোন এবং বিভিন্ন কুকর্মের সহযোগি। স্ত্রী রিনি বেগম উচ্ছৃ্খংল চলাফেরা করায় তাকে বারংবার নিষেধ করেন বাদী। কিন্তু কোন কথায় কর্ণপাত না করে নিজ খেয়াল খুশিমত চলাফেরা করতে থাকেন। এক পর্যায়ে গত ৪ সেপ্টেম্বর সকালে বাদী জরুরি কাজে বাড়ির বাইরে যান। এরপর রাত ৯টার দিকে ফিরে এসে দেখেন ঘরে স্ত্রী নেই। পাশাপাশি ঘরে থাকা দুটি বক্স খাট, ওয়্যারড্রব, স্টিলের আলমারি, টেলিভিশন, শোকেস, সোফাসেট এবং ঘরে থাকা নগদ দুই লাখ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নেই। এসব কিছু নিয়ে স্ত্রী চলে গেছেন।
খুলনা গেজেট/কেএম