যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটিতে যবিপ্রবি শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় ট্রাকের সেই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক হাফিজুর রহমান মিঠু সদর উপজেলার নওয়াপাড়া সালিয়াট গ্রামের জহির উদ্দিনের ছেলে। এ ঘটনায় রবিবার রাতে যবিপ্রবির প্রকৌশলী আহসান হাবীব কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, রবিবার (০১ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের পিএমই বিভাগের শিক্ষার্থী নড়াইল লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে নিহত ফারজানা আক্তার সুমি ও একই বিভাগের আরেক শিক্ষার্থী নড়াইল সদর উপজেলার মধ্যপল্লী গ্রামের মোত্তাসিম বিল্লাহসহ ৫ জন চুড়ামনকাটি থেকে ভ্যানযোগে বিশ্ববিদ্যায়য়ের দিকে যাচ্ছিলেন। পথে শহিদুলের ইটভাটার সামনে বিএডিসির একটি ট্রাক ওই ভ্যানে থাকা যাত্রীদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শিক্ষার্থী সুমিসহ তিনজন। গুরুতর আহত হন মোত্তাসিম বিল্লাহসহ দু’জন। আহত মোত্তাসিম জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ। তার পা ভেঙে গেছে। নিহত সুমি ও আহত মুত্তাসিমের মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় শুধু নয়, দেশের জন্য অপূরনীয় ক্ষতি হয়েছে।
এ ঘটনায় নিহত অন্যরা হলেন, যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামের জোহরা বেগম ও একই এলাকার ভ্যান চালক মাসুম হোসেন।