খুলনা, বাংলাদেশ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২ জুন, ২০২৪

Breaking News

  কারও সাথে বৈরিতা নয় দেশের উন্নয়নই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
  লুটেরা সরকারকে না ঠেকাতে পারলে দেশের অস্তিত্ব থাকবে না : ফখরুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

যশোরে দুপুর পর্যন্ত ৬ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, যশোর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। রোববার দুপুর ১২টা পর্যন্ত ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই হয়েছে। আসনগুলো হচ্ছে যশোর-১ (শার্শা), যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ও যশোর-৩ (সদর)। এ কার্যক্রম উপস্থিত থেকে তদারকি করছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

এ তিনটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান এবং যশোর-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ। বাকি ৩ জনের নাম জানা যায়নি। তবে কী কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে সন্ধ্যার পর-এমন তথ্য দিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!