খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৭

যশোরে দুটি ভোটকেন্দ্রে ৭টি বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের শংকরপুর ভোটকেন্দ্রে দুটি ও ঘোপ জেল রোড বিএড কলেজ ভোট কেন্দ্রে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শংকরপুর চোপদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ বিস্ফোরণের ঘটে।। তবে এতে কেউ হতাহত হয়নি।

কেন্দ্রে দায়িত্বরত সংশ্লিষ্টরা জানান, এদিন বিকালে তারা কেন্দ্রে আসেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষে তারা কেন্দ্রের ভেতরে ছিলেন। এ সময় আনসার ও পুলিশ সদস্যরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। আকস্মিক সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রের পশ্চিম দিক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বোমার বিকট শব্দে তারা আঁতকে ওঠেন। খবর পেয়ে স্টাইকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা কেন্দ্রের চারপাশ ঘুরে দেখেন।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ভিডিপি যশোরের সহকারী জেলা কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়েছি শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুষ্কৃতকারীরা দুটি ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে গেছে। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। এখানে পুলিশ সদস্যরাও এসেছেন। তবে ভোটকেন্দ্রে কোনো সমস্যা হয়নি। অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটেছে।

এদিকে, একই সময়ে শহরের ঘোপ জেল রোড বিএড কলেজ ভোট কেন্দ্রে ৫টি বোমার বিস্ফোরণ ঘটেছে। সন্ধ্যায় দুর্বৃত্তরা সামনের সড়ক থেকে ৫টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এসব বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে এলাকায় আকঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা সহকারী কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম আরো বলেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!