যশোরের ইঞ্জিন চালিত রিকসা চালককে গলায় চাকু ধরে গাড়ি ছিনতাইয়ের সময় দুই যুবককে জনগন হাতেনাতে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটায় সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে। আটককৃতরা হলো, শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়ার মনিরুল ইসলামের ছেলে সমু গাজী ও শেখহাটি বাবলাতলার কামাল হোসেনের ছেলে নাহিদ হোসেন।
এসময় অপর আসামি শেখহাটি বাবলাতলার ফারুক হোসেনের ছেলে সাজিদ হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় রিকশা চালক সিয়ামের বাবা খড়কি এলাকার মুনজুর মিস্ত্রি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, তার ছেলে সিয়াম ইঞ্জিন চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার সন্ধ্যার পর দু’যুবক দড়াটানা থেকে তালবাড়িয়া ফুলতলা গ্রামে যাওয়ার জন্য সিয়ামের রিক্সা ভাড়া করে। পথে ঘুরুলিয়া মাঠের ব্রিজের উপর পৌছালে সমু গাজী চাকু বের করে ভয়ভীতি দেখিয়ে তার পকেটের মোবাইল ছিনিয়ে নেই। পরে রিকশা ছিনিয়ে নেবার চেষ্টা করে আসামিরা। এরপর সিয়াম চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ওই দুই যুবককে আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই করা রিকশা, মোবাইল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।