খুলনা, বাংলাদেশ | ১৩ ফাল্গুন, ১৪৩১ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি
  রাজধানীর পল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে

যশোরে দুই চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ২০ হাজার টাকা জোর করে হাতিয়ে নেয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক সালমান মাতবর শহরের বারান্দী মোল্লাপাড়ার কেরামত মাতবরের ছেলে ও শিমুল গাজী ওরফে রুহান একই এলাকার রুস্তুম গাজীর ছেলে।

কোতোয়ালি থানার এসআই ইয়াসিফ আকবর জয় শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন যশোর সদর উপজেলার রামনগরের শেখ আব্দুল কুদ্দুসের ছেলে মাজহারুল ইসলাম রাজিব।

মামলায় রাজিব বলেছেন, শুক্রবার তিনি ও তার বন্ধু আতিয়ার রহমান যশোরের বড়বাজারে কেনাকাটা করতে আসেন। শহরের লোহাপট্টি কৃষি ব্যাংকের সামনে পৌছালে কোন কারণ ছাড়াই আসামিরা তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ টাকা না দেয়ায় তাদেরকে মারপিট করা হয়। পরে তাদের কাছে থাকা ২০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!