যশোরের রাজারহাট মুড়লী মোড়স্থ অ্যারিস্টোফুড এক্সপোটার লিমিটেড থেকে কোম্পানির কর্মচারীর যোগসাজসে সাড়ে তিন লাখ টাকার ৩০৯ বস্তা চাল চুরি করে পাচারের সময় তিন কর্মচারি হাতেনাতে ধরা পড়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাটা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শাহিন কবিরের ছেলে বর্তমানে কোম্পানির লোডিং সুপার ভাইজার বিপ্লব হোসেন, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামের মৃত সাইয়েদ আলী সরদারের ছেলে বর্তমানে কোম্পানির ট্রাক চালক জোহর আলী ও মণিরামপুর উপজেলার ব্রাম্মণডাঙ্গা গ্রামের মৃত জামিন গাজীর ছেলে বর্তমানে কোম্পানীর সিকিউরিটি চেকিং গেটম্যান জিএম মনিরুজ্জামান।
যশোর শহরের মাইকপট্টির মৃত দ্বীন আলী মোড়লের ছেলে বর্তমানে অ্যারিস্টোফুড এর পরিচালক আব্দুল মোনায়েম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় কোম্পানির ওই তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলায় তিনি বলেছেন, প্রতিদিনের ন্যায় কোম্পানি থেকে চাল নিজস্ব ট্রাকযোগে (যশোর-ট-১১- ৪২০০) সুপার ভাইজার বিপ্লব হোসেন ও ট্রাক চালক জোহর আলীর সহায়তায় বৈধ কর্মকর্তাদের নির্দেশ ছাড়া ১৭ মে সকাল সাড়ে ৭ টার দিকে লোড করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। ৩০৯ বস্তা চাল বোঝাই ট্রাক বের হওয়ার সময় মূল ফটকে থাকা কোম্পানির অপর এক চালক চেকিংয়ের সময় বিষয়টি ধরা পড়ে। এসময় চালক জোহর আলীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান সুপার ভাইজার বিপ্লব হোসেন ও জিএম মনিরুজ্জামানের সহায়তায় ছয় প্রকারের ৩০৯ বস্তা চাল ট্রাকে লোড করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে বিষয়টি পরিচালক ও কোম্পানির মালিককে অবহিত করে অফিস স্টাফসহ বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাই করে ট্রাকসহ চালের বৈধ কোন গেট পাস পাওয়া যায়নি। কোম্পানির মালিকের নির্দেশে থানা পুলিশকে সংবাদ দিলে কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা আসলে জিজ্ঞাসাবাদ শেষে চাল চুরির ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ তাদের হেফাজতে নেন। এরপর তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।