যশোরে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক ট্রাক চালককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর জখম অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার যশোর শহরের বেজপাড়া বিহারি কলোনির ফুলবাগান এলাকায়। মামুন একই এলাকার আসাদুল ইসলাম বাবলুর ছেলে।
আহত মামুন বলেন, এদিন দুপুর ১২টার দিকে তিনি বেজপাড়া বিহারি কলোনি ফুলবাগান গলির ভেতরে দাড়িয়ে ছিলেম। এসময় একই এলাকার রঞ্জু ও ইসহাকের ছেলে আমিনুর তার পিঠে ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে রঞ্জু ও আমিনুর পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত মামুন আরো বলেন, রঞ্জু ও আমিনুরের সঙ্গে তার টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ তদন্তে যাওয়ার আগেই হামলার ঘটনা ঘটলো।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, মামুনের পিঠ ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে রোগীর অবস্থা নিশ্চিত করে বলা যাবে না।
এ বিষয়ে কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) আবু হেনা মিলন বলেন, মামুনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/কেএম