খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

যশোরে জাল সনদে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে যুবক ধরা

নিজস্ব প্রতিবেদক, যশোর

এসএসসি পরীক্ষা পাসের জাল সনদ দেখিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন চেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৩৩) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। ফারুক হোসেন সদর উপজেলার জিরাট গ্রামের আব্দুল মালেকের ছেলে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফারুক হোসেন ২০১৭ সালের ৩১ জানুয়ারি জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করেন। আবেদনের সাথে তিনি এসএসসি পাসের একটি জাল সনদপত্র সংযোজন করেন। সেখানে তার জন্ম তারিখ ছিল ১৯৮৪ সালের ১০ মে। এরপর তিনি ২০২০ সালের ১৪ জুন আবারও একই বিষয়ে অনলাইনে আরেকটি আবেদন করেন। এ সময় তার এসএসসির সনদপত্র জাল ধরা পড়ায় তার আবেদনটি বাতিল করে নির্বাচন অফিস। সর্বশেষ চলতি বছরের ২১ জুলাই ফারুক হোসেন আরেকটি আবেদন করেন। ওই আবেদনে তিনি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উলে­খ করেন। এছাড়া তিনি একই বিষয়ে একাধিকবার তদবিরও করেন। এরপর বুধবার দুপুরে ফারুক হোসেন নির্বাচন অফিসে গিয়ে এ নিয়ে কর্মচারীদের ওপর চড়াও হন। এ সময় তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ এর ১৪ ধারার সুষ্পষ্ট লঙ্ঘণ হওয়ায় আটক ফারুক হোসেনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনে মামলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ কারণে জেলা নির্বাচন অফিসার শওকত আলী কোতয়ালি থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!