এসএসসি পরীক্ষা পাসের জাল সনদ দেখিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন চেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৩৩) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। ফারুক হোসেন সদর উপজেলার জিরাট গ্রামের আব্দুল মালেকের ছেলে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফারুক হোসেন ২০১৭ সালের ৩১ জানুয়ারি জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করেন। আবেদনের সাথে তিনি এসএসসি পাসের একটি জাল সনদপত্র সংযোজন করেন। সেখানে তার জন্ম তারিখ ছিল ১৯৮৪ সালের ১০ মে। এরপর তিনি ২০২০ সালের ১৪ জুন আবারও একই বিষয়ে অনলাইনে আরেকটি আবেদন করেন। এ সময় তার এসএসসির সনদপত্র জাল ধরা পড়ায় তার আবেদনটি বাতিল করে নির্বাচন অফিস। সর্বশেষ চলতি বছরের ২১ জুলাই ফারুক হোসেন আরেকটি আবেদন করেন। ওই আবেদনে তিনি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উলেখ করেন। এছাড়া তিনি একই বিষয়ে একাধিকবার তদবিরও করেন। এরপর বুধবার দুপুরে ফারুক হোসেন নির্বাচন অফিসে গিয়ে এ নিয়ে কর্মচারীদের ওপর চড়াও হন। এ সময় তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ এর ১৪ ধারার সুষ্পষ্ট লঙ্ঘণ হওয়ায় আটক ফারুক হোসেনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনে মামলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ কারণে জেলা নির্বাচন অফিসার শওকত আলী কোতয়ালি থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।
খুলনা গেজেট/কেএম