খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ
বেনাপোলে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

যশোরে জামায়াত নেতা সজল হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ছুরিকাঘাতে জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যাকান্ডে জড়িত দুই আসামিসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যা এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত দুটি পিস্তল ও চাকু উদ্ধার হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) ও বৃহস্পতিবার (৭ নভেম্বর) শহরতলির খোলাডাঙ্গা গাজীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ জানান, জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা তদন্ত শুরু করে যশোর ডিবি পুলিশের একটি টিম। তদন্ত চলাকালে খোলাভাঙ্গা গাজীর বাজার থেকে দুই আসামি সাদমান রহমান সাকিন (১৯) ও আল-আমিন হোসেনকে (১৮) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হত্যায় জড়িতদের নাম প্রকাশ করে। এরপর আধুনিক তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে গ্রেপ্তারকৃত আসামিদের পূর্বের ধারণকৃত একটি ভিডিও ফুটেজ জব্দ করে পুলিশ।

ফুটেজটি পর্যালোচনায় দেখা যায়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি লাবিব, সাকিনসহ ৪/৫ জন একটি মাদক সেবনের আসরে চাকু ও রিভলবার নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। ওই ভিডিও’র সূত্র ধরে ও আটক সাকিনের তথ্য মোতাবেক গাজীর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভিডিওতেপ্রাপ্ত কিশোর গ্যাংয়ের আরও তিন সদস্য রায়হান আহমেদ (২১), আব্দুর রহমান সাগর (২১) ও রিয়াদ হাসানকে (২১) গ্রেপ্তার করা হয়।

আসামিরা সকলে যশোর শহরতলী ও শহরের খোলাডাঙ্গা ও খড়কি এলাকার বাসিন্দা।

আসামিদের স্বীকারোক্তি মোতাবেক রায়হানের বসতবাড়ির সিড়ির নীচ থেকে বৃহস্পতিবার রাত দেড়টার সময় ২টি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের নিয়ে হত্যা মামলার অপর এজাহারভুক্ত আসামি লাবিবের বাসার শোবার ঘর তল্লাশী করে হত্যায় ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের মধ্যে আল-আমিন ও সাকিনসহ হত্যাকান্ডের সাথে জড়িত ১৩/১৪ জনের নাম প্রকাশ করে জানায়, ঘটনার ১৫-২০ দিন আগে এলাকার জনৈক ফখরুল ইসলামের এক স্বজনকে আসামি স্মরণ ও রবিন পথরোধ করে ব্যাগ তল্লাশীর ঘটনায় ফখরুল ইসলাম বিষয়টি নিহত সজলকে প্রতিবাদ করে। এ সময় সজলকে আসামি স্মরণ, লাবিব ও রবিনকে চড়-থাপ্পর মারে। এ আক্রোশে আসামি স্মরণ, লাবিব ও রবিন সজলকে হত্যার পরিকল্পনা করে সঙ্গীয় ১০/১২ জনের সহযোগীতায় গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে নামাজে যাওয়ার পথিমধ্যে সজলকে ধরে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে ২১টি আঘাত করে রক্তাক্ত জখম করে। এরপর স্থানীয়রা রক্তাক্ত সজলকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সজলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন বলে জানান ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ। এরপরই ডিবি পুলিশ তদন্ত ও অভিযান চালিয়ে হত্যাকারীদের আটক এবং উদঘাটন করতে সক্ষম হয়েছে।

অপরদিকে যশোরে জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি বন্দর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বেনাপোল দুর্গাপুর রোডে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, জামায়াত নেতা কর্মীরা কোন অন্যায়ের সাথে আপোষ করবে না। কারন জামায়াতের নেতা কর্মীরা অন্যায় কোন কিছু করে না এবং প্রশ্রয়ও দেন না। এদেশে সুশাসন কায়েম করতে গেলে জামায়াতের বিকল্প কোন দল নেই। কারন এ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কেউ দুর্নীতির বাইরে নেই। সকল দল দেশের সম্পদ লুন্ঠন, বিদেশে অর্থ পাচার, খুন খারাবিসহ নানা অপকর্মে জড়িত থেকেছে। তাই দেশে শান্তি আনতে গেলে জামায়াতকে ক্ষমতায় আনার আহবান জানান। অনতিবিলম্বে দোষিদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল ইসলাম, সেক্রেটারী মাওলানা ইউসুফ আলী, কর্ম পরিষদ সদস্য উসমান গনি, মাওঃ মো. মুজিবুর রহমান, মাওঃ মো. ইয়াকুব আলী, ওলামা বিষয়ক মাওলানা আরিফ বিল্লাহ প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!