সোনার বাংলা গড়ার প্রত্যয়ে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে প্রদান করা হয়েছে জাতীয় শুদ্ধাচার পুরস্কার। ২০২১-২০২২ সালে জনসেবায় অনবদান রাখায় ছয় জনকে এ সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন, জেলা প্রশাসকের গাড়িচালক হাবিবুর রহমান, যশোর সরকারি এমএম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন, সহকারী অধ্যাপক শাহজাহান কবীর ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।
যশোর কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে বিকেল চারটায় পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন ও তুষার কুমার পাল। আলোচনা করেন ডক্টর মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম ও জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।
অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কারপ্রাপ্ত ছয়জনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
খুলনা গেজেট / আ হ আ