যশোরে মনি হত্যা মামলার বাদী লাভলুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার খোলাডাঙ্গা কলোনীপাড়া রেললাইনের পাশ থেকে শুক্রবার(১০ জুন) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মধ্যপাড়া কলোনীর আব্দুল মান্নানের ছেলে। তিনি আফিল গ্রুপের ডিমের বিভাগে চাকরি করতেন।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে লাভলু কাজ শেষে বাড়িতে গিয়ে গোসল ও রাতের খাওয়া শেষ করে পাশের চায়ের দোকানে যান। তারপর তিনি আর রাতে বাড়ি ফেরেননি। এদিন সকালে তার পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে রেললাইনের পাশে আসাদের আম বাগানে লাভলুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলুর মরদেহ উদ্ধার করে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে।
নিহত লাভলুর পরিবার ও স্থানীয় প্রতিবেশি সুত্রে জানা যায়, লাভলুরা তিন ভাই ও এক বোন। বড় ভাই বাবলু ট্রেনে কাটা পড়ে মারা যান, ছোট ভাই মনি চার-পাঁচ বছর আগে দুর্বৃত্তদের হাতে খুন হয়। ছোট ভাইয়ের খুনের মামলা নিহত লাভলু পরিচালনা করতেন। এরই জের ধরে এ হত্যাকান্ড হতে পারে বলে মনে করছেন নিহতের স্বজন ও প্রতিবেশিরা।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি। তবে বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন এই হত্যাকান্ড কেউ সঠিকভাবে জানাতে পারেনি। আসামিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
খুলনা গেজেট/ এস আই