যশোরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) দিবসটি উপলক্ষে যশোরে জেলা ছাত্রলীগের উদ্যোগে শোভাযাত্রা ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এদিন দুপুর ১২টায় শহরের দড়াটানা হতে শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। এরপর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেনের সভাপতিত্বে সভায় অনলাইনে যুক্ত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
এদিকে, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কেককাটাসহ নানা কর্মসূচিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখার নেতাকর্মীরা। যবিপ্রবি ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। শীতবস্ত্র ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
খুলনা গেজেট/কেএম