যশোরে চেক ডিজঅনারের অভিযোগে পুলিশ সদস্য জুয়েলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর শহরের ঘোপ ডিআইজি রোডের বাসিন্দা রাকিবুল হাসান বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি জুয়েল বরিশাল বাবুগঞ্জের চরউত্তর ভুতেরদিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ও সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত।
মামলার সূত্রে জানা গেছে, রাকিবুল হাসানের পূর্বপরিচিত জুয়েল। রাকিবুলের ভাই মাহমুদ হাসান ও শ্যালক আল আমিনকে ইউরোপে পাঠানোর জন্য জুয়েল টাকা নিয়েছিল। জুয়েল তাদের ইউরোপে পাঠাতে ব্যর্থ হয়ে কিছু টাকা ও আট লাখ ৬০ হাজার টাকার চেক দিয়ে বিষয়টি মীমাংসা করে নেন। জুয়েলের দেয়া চেকটি গত ১৫ জুন ব্যাংকে নগদায়নের জন্য জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। জুয়েল লিগ্যাল নোটিশ গ্রহণ করে টাকা পরিশোধ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।