খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
  তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২
ডিবি পুলিশের অভিযান

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের রেলস্টেশন মাছ বাজার থেকে চুরি যাওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। একইসাথে চোরকেও আটক করা হয়েছে। আটক ইমন হোসেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তারাইল মধ্যপাড়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে ইমন ঘটনার সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই শামীম হোসেন জানান, ইমন স্বীকার করে গত ২৭ আগষ্ট রেলস্টেশন বাজারস্থ মাছ বাজারের গলি হতে বাজাজ ডিসকভার ১২৫ সিসি কালো রংয়ের মোটর সাইকেল যার নাম্বার (যশোর হ-১৫-৩২৭৭) ঘাড়ের লক খুলে চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, অসংখ্য মোটরসাইকেল চুরির সাথে সে জড়িত বলে স্বীকার করে।

ওই গাড়িটি চুরির ঘটনায় মালিক যশোর শহরের নাজির শংকরপুর এলাকার মৃত আবু বক্কার সিদ্দিকের ছেলে রফিকুল ইসলাম রিপন গত রোববার কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা রেকর্ড হওয়ার পর তদন্তর দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ নিয়ে ডিবি পুলিশ গত ১৫ দিনে চুরি হওয়া মোটর সাইকেলসহ দুই দফায় ১৫টি চোরাই মোটর সাইকেলসহ ১৪ চোরচক্রের সদস্যকে আটক করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!