খুলনা, বাংলাদেশ | ১৬ কার্তিক, ১৪৩১ | ১ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৩
  অভিনেতা মাসুদ আলী খান আর নেই
  রাজধানীর মিরপুরে গার্মেন্টস কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নারীসহ ২ পোশাক শ্রমিক গুলিবিদ্ধ
ক্রয়ফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি

যশোরে চাকরিচ্যুত পুলিশসহ দু’জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ক্রস ফয়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির ঘটনায় চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ দু’জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। ঘটনার ৭ বছর পর বৃহস্পতিবার যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের নুর ইসলামের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কবির অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, নড়াইল নড়াগাতির কলাবাড়িয়া গ্রামের মৃত সেকেল উদ্দিনের ছেলে ও যশোর সদরের ফতেপুর গ্রামের আমবাগান এলাকার শাহরিয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফার্নিচারের মালিক চাকরিচ্যুত পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান ও কাজীপুর গ্রামের আলাউদ্দিন।

মামলা সূত্রে জানা যায়, রবিউল ইসলাম মুদি দোকানের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। আসামি আলাউদ্দিন পুলিশের সোর্স হিসেবে কাজ করে। ২০১৭ সালের ১৮ নভেম্বর রাতে আসামি মোস্তাফিজুর ও আলাউদ্দিন একটি প্রাইভেটকারে রাত সাড়ে ১২টার দিকে রবিউলের বাড়িতে যায়। প্রাইভেটকারে সাদা পোশাকে পুলিশ পরিচয়দানকারী আরও দু’জন ছিলেন। ডাকাডাকির পর রবিউল ইসলাম বাইরে আসলে ‘ওসি স্যার দেখা করতে বলেছেন’ বলে জোর করে তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। এরপর আসামিরা প্রাইভেটকারে রবিউলকে বেশ কিছুসময় ঘুরিয়ে গভীররাতে মণিহার সিনেমা হলের সামনে নিয়ে যান। এরপর রবিউল ইসলামের ভাই জসিমের মোবাইল নম্বরে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রাতের মধ্যে এ টাকা না দিলে রবিউলকে ক্রসফায়ারে হত্যা করা হবে বলে হুমকি দেন।
রবিউলের ভাইসহ স্বজনরা নিরুপায় হয়ে ওই রাতে ধার দেনা করে তিন লাখ ৮৭ হাজার ৫৫০ টাকা মণিহার সিনেমা হলের সামনে এসে আসামিদের দেন। আসামিরা রবিউলকে মুক্তি দিয়ে আইনগত ব্যবস্থা নিলে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। আসামিরা প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে ওইসময় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় তিনি আদালতে বৃহস্পতিবার এ মামলা করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!