যশোর সদর উপজেলার দেয়াপাড়ার ঘের ব্যবসায়ী কাজী নাইমুর রহমান হিমেলকে হত্যার অভিযোগে বাবা-ছেলেসহ অজ্ঞাতদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার নিহত হিমেলের স্ত্রী তামান্না রহমান বাদী হয়ে এ মামলা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগটি গ্রহন করে এ ঘটনায় থানায় কোন মামলা আছে কিনা জানতে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
হত্যা মামলার আসামিরা হলো, সদর উপজেলার মালিডাঙ্গা গ্রামের শম্ভু নাথ মল্লিক ও তার ছেলে আরজু মল্লিক বিপুল।
হিমেলের স্ত্রী মামলায় উল্লেখ করেন, হিমেল মালিডাঙ্গা গ্রামে সেড করে মুরগী ও ঘের করে মাছ চাষ করেন। ঘেরের পাশে আসামিদের বাড়ি। ঘেরের জামি নিয়ে আসামিদের সাথে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে করা মামলা বিচারাধীন রয়েছে। গত ২১ ফেব্রুয়ারি হিমেলের ঘেরে পারিবারিক পিকনিক ছিল। এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাবা শম্ভু নাথ ও ছেলে বিপুলসহ অপরিচিত লোকজন এসে জমি নিয়ে হিমেলের সাথে বাকবিতন্ডা শুরু করে। একপর্যায়ে আসামিরাসহ অপরিচিত লোকজন হিমেলকে বুকে ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়ে যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ সংবাদ পুলিশ জানতে পেরে মৃত হিমেলের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্ত সম্পন্ন করে। পরে হিমেলের স্বজনরা থানায় খোঁজ নিয়ে জানতে পারেন এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বাধ্য হয়ে তিনি এদিন আদালতে এ হত্যা মামলা করেন।
খুলনা গেজেট/কেডি