যশোর শহরের মাইকপট্টির ক্যাফে ডিভাইনসহ চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জারিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মেয়াদোত্তীর্ণ বার্গারে বন, নোংরা পরিবেশ ও মূল্য তালিকা প্রদপ্রণ না করায় মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
অধিদফতরের অভিযানিক দল এদিন বিকেলে শহরের মাইকপট্টির ক্যাফে ডিভাইনে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ বার্গারে বন ও একই ফ্রিজে কাঁচা মাংশের সাথে রান্না করা খাবার সংরক্ষণের অপরাধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া, বড়বাজারের লোহাপট্টির দিলিপ স্টোর ও মাছ বাজারের টনি স্টোরে মূল্য তালিকা না টাঙানোয় মামলা দিয়ে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। লোহাপট্টির চান স্টোর এন্ড মিলে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে ভেজস ও অন্যান্য পন্য ভাঙ্গানোর অপরাধে মামলা দিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই