যশোরে নবম শ্রেণির শিক্ষার্থীর দেয়া ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় স্পিড পান করে দু’শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
অসুস্থরা হচ্ছে, পঞ্চম শ্রেণির ছাত্র চাঁদপাড়া গ্রামের এনায়েত হোসেনের ছেলে ওয়ালিদ হোসেন ও হামিদপুর গ্রামের জুম্মান শেখের ছেলে সিয়াম শেখ। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একইদিন ওই স্কুলের টিউবওয়েলের মধ্যে ঘুমের ওষুধ মেশানোর পর পানি পান করে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয় বলে স্থানীয়রা জানান। হাসপাতলে চিকিৎসাধীন ওয়ালিদ হোসেন ও সিয়াম শেখ জানায়, হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ তাদের স্পিড খেতে দেয়। তার কথায় কয়েকজন স্পিড পান করার পর তারাও পান করে। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়ে। একইসাথে টিউবওয়েলের পানি পান করে অসুস্থ্য হয়ে পড়ে আরও কয়েক শিক্ষার্থী।
জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার জসিম উদ্দীন বলেন, ডায়াজিপাম গ্রুপের সেডিল ওষুধ খেয়ে তারা অসুস্থ হয়েছে। এ জাতীয় ওষুধ সাধারণত পাঁচটি খেলে সেটি বিষাক্ত পর্যায়ে পড়ে। অল্প পরিমাণে খাওয়ায় স্কুল শিক্ষার্থীদের তেমন ক্ষতি হয়নি। শিগগির তারা সুস্থ হয়ে যাবে বলে তিনি জানান।
খুলনা গেজেট/ আ হ আ