যশোরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এছাড়া একদিনে একশ’টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২শ’ ৯৯ জন। মোট করোনা রোগীর সংখ্যা ১৭ হাজার ৫শ’ ৮৮জন। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, যশোরে গেল ২৪ ঘণ্টায় একশ’টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুসারে শনাক্তের হার ২১ শতাংশ। এদিন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬৮ নমুনায় ১৩ টি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি নমুনা পরীক্ষায় একটি ও ২৯ জনের র্যাপিট অ্যান্টিজেন পরীক্ষায় সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১২ জন, কেশবপুরে এক, ঝিকরগাছায় ছয় ও চৌগাছায় দু’জন শনাক্ত হয়েছেন।
শুক্রবার যশোর জেনারেল হাসপাতালের রেডজোনে ভর্তি আছেন একশ’ ১১ করোনা রোগী। উপসর্গ নিয়ে ইয়োলোজোনে ভর্তি আছেন ৪৩ জন।
খুলনা গেজেট/এনএম