যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালের রেডজোনে ১১ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে সোমবার ভর্তি রয়েছেন ১৩৪ জন ও ইয়েলোজোনে ৬৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০০৩টি নমুনা পরীক্ষায় ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৩৩ শতাংশ। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ৭১২টি নমুনা পরীক্ষায় ১৩৯ জন, হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন ২৮২টি পরীক্ষায় ৬৯ জন, জিন এক্্রপার্ট ৯টি পরীক্ষায় ৬ জন পজিটিভ হয়েছেন।
এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৭ হাজার ২১০ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৮৭ জন, করোনায় মারা গেছেন ২৮০ জন। শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ১৩১ জন, কেশবপুরে ১১ জন, ঝিকরগাছায় ১৩ জন, অভয়নগরে ২৯ জন, মনিরামপুরে ১৪ জন, বাঘারপাড়ায় ১ জন, শার্শায় ১০ জন, চৌগাছা উপজেলায় ৫ জন রয়েছেন।
খুলনা গেজেট/এনএম