যশোরে করোনায় গত ২৪ ঘণ্টায় ফের ৩ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের রেডজোনে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৭ জন। এছাড়া একদিনে ৩২৫টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন পরীক্ষা অনুসারে শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ।
এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৯০২ জন। এদিকে, সোমবার যশোর করোনায় মৃত্যু শূন্য ছিল। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, যশোরে গেল ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২৩২টি নমুনা পরীক্ষায় ১৫ জন ও হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন ৯৩টি পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তদের মধ্যে সদর উপজেলা এলাকায় সর্বোচ্চ ১৫ জন, অভয়নগরে ৫ জন, শার্শায় ১ জন, ঝিকরগাছায় ৩ জন, মণিরামপুরে ১ জন, কেশবপুরে ১ জন ও চৌগাছায় ৩ জন রয়েছেন।
এদিন যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে ভর্তি আছেন ৬০ জন ও উপসর্গ নিয়ে ইয়োলোজোনে ভর্তি আছেন ১৮ জন।
খুলনা গেজেট/এনএম