খুলনা, বাংলাদেশ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২ জুন, ২০২৪

Breaking News

  পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের, প্রথম ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১৯৫ রানের লক্ষ্য দিল কানাডা
২৪ ঘন্টায় মৃত্যু দুই, শনাক্ত ২২৬

যশোরে করোনায় প্রাণহানি কমেছে, শনাক্তের হার উর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে করোনায় প্রাণহানি খানিকটা কমেছে। কিন্তু শনাক্তের হার উর্ধ্বমুখী রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২২৬ জন। এর আগে সোমবার যশোরে করোনায় ১২ জনের মৃত্যু ও ১৬৮ জন শনাক্ত হয়েছিল। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে মঙ্গলবার ভর্তি রয়েছেন ৯৪ জন ও ইয়েলোজোনে ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৯২০টি নমুনা পরীক্ষায় ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৫৬ শতাংশ। সোমবার এ হার ছিল ২১ দশমিক ২ শতাংশ। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ৬১৯টি নমুনা পরীক্ষায় ১৪৮ জন, হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন ২৯০টি পরীক্ষায় ৭৫ জন, জিন এক্সপার্ট ৩টি পরীক্ষায় ২জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি পরীক্ষায় ১ জন পজিটিভ হয়েছেন। যশোরে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৮ হাজার ১৪২ জন, সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৭২ জন ও মোট মৃত্যুবরণ করেছেন ৩২৪ জন।

শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ১২৯ জন, কেশবপুরে ৬ জন, ঝিকরগাছায় ২৯ জন, অভয়নগরে ২১ জন, মণিরামপুরে ১২ জন, বাঘারপাড়ায় ৬ জন, শার্শায় ৬ জন ও চৌগাছায় ১৭ জন রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!